পাটলেঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় করোনা ভাইরাস মোকাবেলায় জীবন সুরক্ষার সামগ্রী দাবীসহ নানা সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, পাটকেলঘাটা থানা শাখা। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ডাক্তার এস এম হাদিউজ্জামান লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলেন, মরণব্যাধি সংক্রামক ব্যাধি কোভিড-১৯ করোনা ভাইরাসের মোকাবেলায় সাম্প্রতিক করোনা যুদ্ধে জীবনের ঝুকি নিয়ে আমরা গ্রাম ডাক্তারবৃন্দ দিনরাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পাটকেলঘাটা থানা শাখার ডাক্তারবৃন্দ। অথচ আমরা এখনো পর্যন্ত আমাদের জীবনের সুরক্ষার জন্য সরকারী বা বেসরকারীভাবে কোন সুরক্ষা সামগ্রী পায়নি।
সমিতির অধিকাংশ সদস্যগণ নি¤œমধ্যবিত্ত পরিবারের। বিধায় সরকারীভাবে আর্থিক প্রাণদনা জরুরি প্রয়োজন। এছাড়া আমাদের বর্তমান জরুরি এ সংক্রামক ব্যধির জন্য যথাযথভাবে রোগীর সেবা দিতে গেলে সরকারী ট্রেনিং এর প্রয়োজন। আমাদের এ দায়িত্ব পালনের জন্য সরকারী স্বীকৃতিরও প্রয়োজন।
সমিতির সভাপতি আরো বলেন, ১৯৯৭ সাল থেকে আমাদের সমিতি ধনী-গরিব সকল শ্রেণীর রোগীদের সেবা দেয়ার পাশাপাশি আমরা দেশের সরকারী জাতীয় দিবসগুলি যথাযথ মর্যাদায় পালন করি। জরুরি মুহুর্তে ফ্রি মেডিকেল ক্যাম্পও করে থাকি। অথচ আমাদের এ প্রতিষ্ঠানটি বর্তমান নানা সমস্যায় জর্জরিত। সকল সমস্যা সমাধানের জন্য যথাযথ কতৃপক্ষের কাছে আমারা দৃষ্টি আকর্ষণ করছি।