ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে পালিয়ে আসা করোনা রোগীকে অবশেষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর বিল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
করোনা আক্রান্ত ওই নারী আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের বাসিন্দা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে দিনভর চেষ্টা শেষে তাকে উদ্ধার করা হয়।
এর আগে ঢাকা থেকে পালিয়ে প্রথমে সাতক্ষীরার আশাশুনির বেউলা গ্রামের নিজের বাড়িতে আসেন তিনি। পরে মৃত আত্মীয়ের বাড়িতে গেলে ওই করোনা আক্রান্ত নারীর বাড়ি হয়ে সেখানেও অভিযান চালায় পুলিশ। কিন্তু আত্মীয়দের সহযোগিতায় সেখান থেকেও পালিয়ে যান তিনি।
পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করলেও কিছুক্ষণ পরপর স্থান পরিবর্তন করায় তাকে পেতে বেগ পেতে হয় করোনা সংক্রমণ রোধে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া এই সংস্থাটিকে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়েছে করোনা আক্রান্ত একজন রোগী ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় এসেছে। তার অবস্থান আশাশুনির কোথাও। মোবাইল ফোন ট্র্যাংকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়েছিল। পুলিশ মাইকিং করে এলাকাবাসীর সহযোগিতায় মহাজনপুর বিল থেকে তাকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাকে আসোলেশনে রাখার প্রস্তুতি চলছে।