Site icon suprovatsatkhira.com

গ্রামীণ ব্যাংক সরসকাটি বাজার শাখায় খাদ্য ও নগদ সহায়তা প্রদান

মেহজাবিন সুলতানা: করোনার প্রদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে কর্মজীবী মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা আরও খারাপ। অনাহার আর অর্ধহারে দিন কাটছে সংগ্রামী (ভিক্ষুক) শ্রেনীর বয়ো বৃদ্ধদের। এ অবস্থায় হাত সহায়াতার হাত বাড়িয়ে দিয়েছে গ্রামীণ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ মে) সকালে ব্যাংকের সরসকাটি শাখা থেকে সমাজের এসব পিছিয়ে পড়া মানুষের নগদ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ত্রাণ সহায়তা নিয়ে ফেরার পথে উপজেলার ওফাপুর গ্রামের মৃত স্বরুপ সরদারের স্ত্রী ছকিনা বেগম (৭৫) জানান, ছয় মাসের চিন্তা নেই। গ্রামীণ ব্যাংক থেকে এবার যা সাহায়তা দেয়া হলো তা দিয়ে অনেক দিন নিশ্চিন্তায় থাকাতে পারবো। না খেয়ে আর মরতে হবে না। কেউ ভিক্ষা না দিলেও সমস্য হবে না। তিনি আনন্দ প্রকাশ করে বলেন, ব্যাংকের অফিসাররা তাকে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, দুই টা সাবান, ৪ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি ও ডাল্ডা, কিসমিস বাদাম দিয়েয়ে। তারা এর আগে আরও এক বার দিয়েছিলো। তার মতো আনন্দ প্রকাশ করেন, খায়রুল, ফাতেমা, আঁখিসহ অনেকেই।
গ্রামীণ ব্যাংক সরসকাটি শাখার ব্যাবস্থাপক মো: আব্দুল কাদের বলেন, সংগ্রামী মানুষদের গতকাল ২য় পর্যায় নগদ ছয়শ’ টাকা ও ১৬শ’ টাকার মালামাল দেয়া হয়েছে। এর আগে ১ম পর্যায়ে নগদ ৩শ’ টাকা ও ১৩শ’ টাকার মালামাল ত্রাণ সহায়তা হিসাবে প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা মো: মফিজুর রহমান, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক (উচ্চতর) শিবানন্দ পালসহ আরো অনেকে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version