Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় কীটনাশক পানি স্প্রেকৃত ২৪০ ক্যারেট অপরিপক্ক আম বিনষ্ট

কলারোয়া প্রতিনিধি : পৃথক অভিযানে কলারোয়ায় কীটনাশক পানি স্প্রে করা প্রায় ২৪০ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। সোমবার (৪ মে) বিকালে ও সন্ধ্যাঁয় উপজেলার বেলতলা ও কিসমত ইলিশপুর এলাকা থেকে এ অপরিপক্ক আম জব্দ করা হয়।
জানাগেছে, সোমবার বিকালে উপজেলার বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে কীটনাশক পানি স্প্রেকৃত ২০০ক্যারেট অপরিপক্ক আম জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, করোনা সংক্রমন প্রতিরোধে নিয়োজিত সেনাবাহিনীর একটি টহল দল। পরে জব্দকৃত ২০০ ক্যারেট অপরিপক্ক আম পৌরসদরের ট্রাক টার্মিনালে এনে রোলার দিয়ে বিনষ্ট করা হয়। এঘটনার পর সন্ধ্যাঁর দিকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ একই এলাকার কিসমত ইলিশপুর গ্রামে অভিযান চালিয়ে আরো ৪০ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করেন। পরে রাত হয়ে যাওয়ায় মঙ্গলবার (৫ মে) সকালে রোড রোলার দিয়ে আমগুলো বিনষ্ট করা হয়।

স্প্রেকৃত অপরিপক্ক আম জব্দ ও বিনষ্টের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মহাসীন আলী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় বাজারের ব্যবসায়ীরা।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে জব্দকৃত আমগুলো স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলামের তবে তাকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া সন্দ্যায় জব্দকৃত আমগুলোর মালিকের নাম জানতে পারিনি, তাদের খুজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সোমবার (৪মে) সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনা পরিস্থিতিতে নিরাপদ আম বাজারজাতকরনের জন্য জেলায় আগামী ৩১ মে থেকে হিমসাগর, ৭ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আ¤্রপালি আম ভাঙা ও বাজারজাত করণের সিদ্ধান্ত নেয়া হয়।

তবে উপজেলার কোন বাগানের আম যদি আগে পাকে, তবে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে জানালে তিনি বাগান পরিদর্শন আম ভাঙার সিদ্ধান্ত দেবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version