এপ্রিল ১২, ২০২০
শার্শায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা
বেনাপোল প্রতিনিধি : শার্শায় সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলার ধলদাহ, চটকাপোতা, রামপুর, জামতলা, বালুণ্ডা, শিকড়ী বটতলা ও বারোপোতায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
এ সময় শার্শা কালিয়ানীর সাহেব আলীকে ১ হাজার টাকা, চটকাপোতার রফিকুল ইসলামকে ৫শ’ টাকা, রামপুর রাসেল মোড়লকে ৫শ’ টাকা, বালুন্ডার আলিবুদ্দীনকে ১ হাজার টাকা, বেনাপোলের শিকড়ীর আ: ছালামকে ১ শ’ টাকা ও ছোট আঁচড়ার আ: আলিমকে ১ হাজার টাকা সহ ৬ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়।
খোরশেদ আলম চৌধুরী জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে জনসমাগম করে দোকানপাট খোলা রেখে বেচা-কেনা করা ও অকারণে রাস্তায় ঘোরাফেরা করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে’।
এ সময় তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে বলে জানান।
8,604,649 total views, 12,528 views today |
|
|
|