এপ্রিল ১৬, ২০২০
খলিষখালীতে তালিকা ধারি হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালীতে করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ তালিকা ধারি হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দুরত্ব বজাই রেখে ইউপির ১,২,৭,৯ ওয়ার্ডের ভ্যান চালক, চায়ের দোকানদার ও অসহায় দুঃস্ত পরিবারের মাঝে এ চাউল বিতরণ করেন খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান।
এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি তালা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, মাঠ সহকারী শেখ কহিনুর ইসলাম, ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য উত্তম দে, জালাল উদ্দীন মোড়ল, ওসমান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান বলেন, ‘আমার পরিষদে এই ২ বার চাল পেলাম।
প্রথম চাল পেয়েছিলাম ৩শ’ ৫০ মে. টন। যা ৩৫০ টি পরিবারকে বিতরণ করেছি। গতকাল আবার চাল পেয়েছি ৩শ’ ৫০ মে.টন। আজ ৪ টি ওয়ার্ডে মোট ১শ’ ৫০ পরিবারের মাঝে বিতরণ করলাম। আগামী কাল বাকী ৫ টি ওয়ার্ডে বিতরণ করা হবে। আমি ব্যক্তিগত ভাবেও হতদরিদ্র কর্মহীন মানুষকে সয়তা করছি’। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন তিনি। পাশাপাশি সবাইকে ঘরে থাকার জন্য তিনি অনুরোধ জানান।
8,579,200 total views, 6,970 views today |
|
|
|