এপ্রিল ৬, ২০২০
কোলকাতায় আটকে পড়া আরো ৪৪ জন বাংলাদেশি দেশে ফিরেছে
বেনাপোল প্রতিনিধি : লকডাউনে ভারতের কোলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরো ৪৪ জন বাংলাদেশি বিশেষ ব্যবস্থাপনায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। পাশাপাশি তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন বাংলাদেশে। এদিকে সোমবার দুপুরে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের উদ্বোধন করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, সাথে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন যৌথভাবে এ উদ্বোধন করেন। এদিকে বেনাপোলে নতুন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের উদ্বোধন করার প্রতিবাদে বাইপাস সড়কে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। ফলে বেনাপোল বন্দর এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। গত ৪ দিনে এ পর্যন্ত ১শ’ ৮৫ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরো বহু বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। তবে শনিবার সকালে ভারত থেকে ফেরত আসা ৩৫ জনের মধ্যে ৫ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছেন। সোমবার ফিরে আসা ৪৪ জনের মধ্যে ৪০ জনকে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ২ জনকে যশোর সদর হাসপাতালে ও অপর ২ জনকে শার্শা উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন জানান, ‘ভারত থেকে আসা ৪৪ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদেরকে শার্শা উপজেলা কেন্দ্রের অস্থায়ী কোয়ারন্টাইনে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। এদের মধ্যে ২ জন ক্যান্সার রোগী ও তাদের ২ জন সহযোগীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে’। এছাড়া স্বাস্থ্য বিভাগ অস্থায়ী কোয়ারন্টাইনে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি। 8,561,042 total views, 11,648 views today |
|
|
|