এপ্রিল ২৩, ২০২০
করোনা ঠেকাতে দেবহাটায় কৃষকের বাড়িতে বীজ পৌঁছে দিলেন কৃষি অফিসার
মীর খায়রুল আলম:: উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং (কোভিড-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে কৃষকের বাড়িতে বাড়িতে যেয়ে ধান ও পাটের বীজ প্রদান করেছেন কৃষি অফিস। বৃহস্পতিবার সকাল থেকে কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের মোট ৬০জন কৃষকের মাঝে এ বীজ বিতরন করা হয়। এতে প্রতি ইউনিয়নে ৩০জন চাষিকে পাট ও আউশ ধানের বীজ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মনিরুল ইসলাম, আহম্মদ সাঈদ প্রমুখ। কৃষি অফিসার বলেন, চলমান এই দূর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ফসলের আবাদ করতে হবে। কোন জমি ফেলে রাখা যাবে না। চাষের জমির পাশাপাশি বাড়ির আঙ্গিনায় সবজির আবাদ করতে হবে। যাতে জরুরী মুর্হূতেও খাদ্যের ঘাটতি পুরণ করা যায়। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার প্রদান। কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা চালু করা হয়েছে। কৃষক এখন ক্ষেতে বসে অনলাইনে সমস্যা সমাধানের সুবিধা, ফসল ক্রয়-বিক্রয় সুবিধা পাচ্ছে। এছাড়া কৃষি সংক্রান্ত বিষয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন তিনি। এদিকে কৃষি অফিসের মাধ্যমে বর্তমান করোনা পরিস্থিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী ও কৃষকদের পরামর্শ প্রদান কর্মকান্ড চলমান রয়েছে জানা গেছে। 8,569,230 total views, 7,935 views today |
|
|
|