Site icon suprovatsatkhira.com

সুলতানপুরে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ‘করোনা ভাইরাস প্রতিরোধ এবং নিজেকে ও সমাজকে সুরক্ষার জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ সুলতানপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভার দক্ষিণ সুলতানপুরে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে দক্ষিণ সুলতানপুর এলাকায় ১শ’ ৭০টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হয়। এ সময় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, সাবেক পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, দক্ষিণ সুলতানপুর বায়তুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কাজী সাইদুর রহমান, মুয়াজ্জিন ইয়াছিন আরাফাত জিহাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version