নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌর এলাকার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে পৌরসভার ১২ জন কাউন্সিলারদের মাধ্যমে বিতরণের লক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সরকারি বরাদ্দকৃত ৩৭ মেট্রিক টন চাল, ১ লক্ষ ৭০ হাজার টাকা ও সাতক্ষীরা পৌরসভার নিজস্ব বরাদ্দ ৭ লক্ষ ৫৪ হাজার টাকা করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ০৯টি ওয়ার্ডে ৮ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, আলু ৩ কেজি, ডাল ১ কেজি ও হাত ধোয়ার জন্য ১টি করে সাবান দেওয়া হচ্ছে। এ সময় প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ফারহা দীবা খান সাথী, মহিলা কাউন্সিলার জ্যোৎøা আরা, অনিমা রাণী মন্ডল, সৈয়দ মাহমুদ পাপা, পৌর কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শাহিনুর রহমান শাহিন, মো. শফিকুল আলম বাবু, মো. শহিদুল ইসলাম, শেখ আব্দুস সেলিম, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ্বাস, স্টোরকিপার মীর নাসের আলী শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরসভার ১২ জন কাউন্সিলার তাদের স্ব-স্ব ওয়ার্ডে ৫শ’ জন পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করবে। যা চাহিদার তুলনায় খুবই কম হওয়ায় পৌর কাউন্সিলারবৃন্দ বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
সাতক্ষীরা পৌর এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/