এপ্রিল ১১, ২০২০
সাতক্ষীরায় প্রধানমন্ত্রী কর্তৃক খাদ্য সহায়তার ৬০০ মেট্রিক টন চাউল ও ৩০ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ
ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলায় ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক খাদ্য সহায়তার ৬শ’ মেট্রিক টন চাউল ও ৩০ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে উপজেলা ভিত্তিক সাতক্ষীরা সদর উপজেলায় ৯১ মেট্রিক টন চাউল ও নগদ ৪ লক্ষ ৬৩ হাজার ৫শ’ টাকা, কলারোয়া উপজেলায় ৬৭ মেট্রিক টন চাউল ও ৩ লক্ষ ৩০ হাজার টাকা, তালা উপজেলায় ৭৩ মেট্রিক টন চাউল ও ৩ লক্ষ ৫৪ হাজার টাকা, আশাশুনি উপজেলায় ৭২ মেট্রিক টন চাউল ও ৩ লক্ষ ৮৪ হাজার টাকা, দেবহাটা উপজেলায় ৪৯ মেট্রিক টন চাউল ও ২ লক্ষ ৫৭ হাজার টাকা, কালিগঞ্জ উপজেলায় ৭১ মেট্রিক টন চাউল ও ৩ লক্ষ ৬১ হাজার ৫শ’ টাকা, শ্যামনগর উপজেলায় ৮১ মেট্রিক টন চাউল ও ৪ লক্ষ ১৫ হাজার টাকা এবং সাতক্ষীরা পৌরসভায় ৭০ মেট্রিক টন চাউল ও ৩ লক্ষ ৭৭ হাজার টাকা, কলারোয়া পৌরসভায় ২৬ মেট্রিক টন চাউল ও ১ লক্ষ ৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের কয়েকটি জেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় ও বিভিন্ন জেলা লক ডাউন ঘোষণার প্রেক্ষিতে ঐ সকল জেলাতে কর্মরত লোকজন নিজ নিজ জেলায় ফিরতে চেষ্টা করছে। এর প্রেক্ষিতে সাতক্ষীরা জেলাতে সা¤প্রতিক সময়ে প্রায় ২ হাজারের মত মানুষ অন্য জেলা থেকে এসেছে। এর মধ্যে নারায়নগঞ্জ থেকে আগত ৮ জনকে দেবহাটা উপজেলায় বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলায় ৩শ’ ৯১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আশাশুনি উপজেলায় ১শ’ ২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৫শ’ ৫০ জনকে বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা থেকে আগত ১শ’ জনকে আশাশুনির বড়দল ইউনিয়নে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে। শ্যামনগর উপজেলায় ২শ’ ৮৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে ও ১ হাজার ৫শ’ জনকে বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এখনও যারা কোয়ারেন্টিনের বাহিরে আছে তাদেরকে চেকপোস্ট বসিয়ে কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা চলছে। তদুপরি, এ জেলাকে করোনা ঝুঁকি মুক্ত রাখতে জেলার সাথে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্ত: উপজেলা সীমান্ত জরুরী সেবা ব্যতীত (যেমন: রোগীবাহী গাড়ী, ঔষধ পণ্যবাহী গাড়ী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মালামালবাহী গাড়ী) সকল প্রকার যানবাহন ও জনচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গত ৬ এপ্রিল ভারত থেকে থেকে আসার জন্য ১৩ জনকে সাতক্ষীরা যুব ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা প্রশাসক সার্বক্ষণিক তাদের খোজখবর নিচ্ছেন। জেলা প্রশাসন থেকে তাদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। উল্লেখ্য, সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ১শ’ ২০ জনের নমুনা পাঠানো হয়েছে এবং ৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ। এছাড়া গত ৭ দিনে ঢাকা, নারায়নগঞ্জ, মাদারিপুর ও শরিয়তপুর থেকে ৩ হাজারের মত মানুষ সাতক্ষীরাতে এসেছে। উপজেলা নির্বাহী অফিসারদের তথ্যমতে এর মধ্যে ৭শ’ ৪ জন বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বাকিরা নিজ বাড়িতে হোম কোয়ারিন্টাইনে রয়েছেন। পাশাপশি আজও সাতক্ষীরায় কিছু মানুষ ফিরছে। এ সকল মানুষকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইন এর জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে’। অপরদিকে সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং সহকারী কমিশনারদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ এবং আনসারের সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শহরের বিভিন্ন স্থানে অভিযান ও সচেতনতা কাযক্রম অব্যাহত রয়েছে। এছাড়া, তথ্য অধিদপ্তরের একটিসহ মোট ৩টি সচেতনতামূলক মাইকিং প্রতিনিয়ত করা হচ্ছে এবং শতভাগ হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া অন্যসব দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে’। সাতক্ষীরা জেলা প্রশাসন জানায়, ‘করোনা পরিস্থিতিতে বিভিন্ন শেণি-পেশার মানুষ যারা ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে তালিকাভুক্ত হতে সংকোচবোধ করছে কিন্তু খাদ্য সংকটে আছেন তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারসহ এসএমএস এর মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। জেলা প্রশাসক নিজে তাদের সাথে যোগাযোগ করছেন। রাতে গোপনে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত এ ধরনের ৩শ’ ১৫ ব্যক্তিকে সরকারী ত্রাণ সহায়তা তাদের সামাজিক মর্যাদা রক্ষা করে বিতরণ করা হয়েছে। প্রতিদিন এ কার্যক্রম চলছে’। করোনা প্রতিরোধে সাধারণ মানুষের স্বার্থে জনসমাগম এড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অভিযানে সর্বশেষ তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৪৪ টি মামলায় ৭৭ হাজার ৩শ’ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৭ টি মামলায় ১১ হাজার ৭শ’ টাকা, তালা উপজেলায় ৩ টি মামলায় ২ হাজর ৫শ’ টাকা, কালিগঞ্জ উপজেলায় ২ টি মামলায় ৩ হাজার ৬শ’ টাকা, শ্যামনগর উপজেলায় ৮ টি মামলায় ৩৮ হাজার টাকা, দেবহাটা উপজেলায় ৪ টি মামলায় ১৮ হাাজর ৫শ’ টাকা, আশাশুনি উপজেলায় ৮ টি মামলায় ২ হাজার ৬শ’ টাকা, কলারোয়া উপজেলায় ২ টি মামলায় ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে’। জনসচেতনতার অংশ হিসেবে মসজিদে নামাজ ও জামায়াতের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা সর্ব সাধারণের মধ্যে প্রচারের জন্য উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারনা চালাচ্ছে’। 8,474,737 total views, 2,377 views today |
|
|
|