Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকীর বাস্তব ও উন্নয়নমূখী কার্যক্রমে প্রশংসিত

শ্যামনগর অফিস :  শ্যামনগরের এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকীর বাস্তব ও উন্নয়নমূখী কার্যক্রমে সাধারণ মানুষের কাছে সর্বদা প্রশংসিত হচ্ছেন। প্রশাসনিক ও জনকল্যাণমুখী কর্ম দক্ষতায় তিনি জনপ্রিয়তা কাঁতারে স্থান পেয়েছে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট আব্দুল হাই সিদ্দিকী (বিসিএস ৩৫ ব্যাচ) শ্যামনগরে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে গত ৪ডিসেম্বর ২০১৯ তারিখে যোগদান করেন। তার যোগদানের পরপরই ভূমি ক্ষেত্রে সরকারের সকল নির্দেশনা পালনে সকলের দৃষ্টি পড়ে তার দিকে। অসাধু ব্যবসায়ী ও অবৈধ স্থাপনাকারীদের টনক নড়ে। ইতোমধ্যে  মোবাইল কোর্ট পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করেছেন। ভ্রাম্যমান আদালতে জেল জরিমানার ভয়ে অসাধু ব্যবসায়ীরা সৎ ভাবে জীবন শুরু করেছেন।  সরকারি নির্দেশনা মতে “করোনা ভাইরাস ” ইস্যুতে দায়িত্ব কাঁধে নিয়ে সবসময় তিনি জনগণের সুরক্ষায় কাজ করে যাচ্ছেন। এসিল্যান্ড মো. আব্দুল হাই সিদ্দিকী শ্যামনগর উপজেলার নকিপুর, নওয়াবেঁকী, বংশিপুর, ভেটখালী, মুন্সিগঞ্জ, কলবাড়ী, বুড়িগোয়ালিনী, নুরনগর, শংকরকাটি, কাশিমাড়ী, সোনারমোড়, পরানপুর, গাবুরা সহ উপজেলার সকল বাজার তথা প্রত্যন্ত এলাকায় সরকারী নির্দেশ মোতাবেক অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান করে যাচ্ছেন। প্রশংসার পাশাপাশি জনগণের বিবেক জাগ্রত হওয়ায় তাকে আদর্শ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
অসাধু ব্যবসায়ীদের জরিমানা করছেন এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী অভিযানের সময় বেশ কিছু মটর সাইকেল আটক করে চালক ও যাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকতে সতর্ক করছেন। সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার ভিতরের রাখতে কঠোর ভূমিকা পালন করছেন।
বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র সহ সকল দ্রব্য তথা চাউলের মূল্য যাচাই করছেন এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী।বাজার নিয়ন্ত্রণ রেখেছেন কঠোর পরিশ্রম করে।করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে জনগন কে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে থাকা নিশ্চিত করতে,অযথা বাহিরে না আসতে নিজ হ্যান্ড মাইক নিয়ে প্রচার করে সচেতনতা সৃষ্টি করেন।শ্যামনগরে করোনা ভাইরাস মোকাবিলায় এখানকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তার চাঁদরে বেষ্টিত করতে প্রত্যহ ভোর বেলা থেকে শুরু করে মাঝরাত অবধি তাকে কাজ করে যাচ্ছে।এ কাজে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী,
শ্যামনগর থানা পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সেচ্ছাসেবক ,গ্রামপুলিশ সহ সর্ব স্তরের লোকজন তাকে সহায়তা  আমাদের সহযোগিতা করে যাচ্ছেন।  কেউ যেন  “করোনা ” মহামারী ভাইরাস করোনা তে অকালে মৃত্যুবরণ না করে বা কারোর পরিবার ক্ষতিগ্রস্থ না হয় সে লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন।এ ব্যাপারে এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে বলেন,শ্যামনগরকে এ করোনা মহামারী থেকে বাচাঁতে পারলেই বর্তমান সরকারের তথা আমাদের সবার এ পরিশ্রম স্বার্থক হবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version