Site icon suprovatsatkhira.com

বেনাপোল দিয়ে ২৮৬ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর প্রবেশ: বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইন

বেনাপোল প্রতিনিধি : গত ১ সপ্তাহে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া ২শ’ ৮৬ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফেরা বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে।

তবে ভারত থেকে ফেরত যাত্রীদের মধ্যে যাদের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যাচ্ছে তাদেরকে স্বাস্থ্য বিভাগ উপজেলা হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইশোলেশনে রাখা হয়েছে। গত ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসায় মোট ২শ’ ৫৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারন্টাইনে রাখা হয়েছে।

 বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মহসিন উদ্দিন জানান, ‘গত ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া ২শ’ ৮৬ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনা’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version