Site icon suprovatsatkhira.com

বাংলাদেশ কোস্ট গার্ড’র উদ্যোগে উপকূলীয় এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : করোনা ভাইরাসের প্রভাবে উপক‚লীয় অঞ্চলে কর্র্মহীন ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কর্র্মহীন ও দুস্থদের সাহায্যের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড তার অধীনস্থ জোনসমূহে ইতিমধ্যে সর্বমোট ১হাজার ২শ’ ৮০টি পরিবারকে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন। উল্লেখ্য, দক্ষিণ জোন কর্তৃক বরিশাল, ভোলা, লক্ষীপুর জেলার বিভিন্ন জায়গা মজুচৌধুরীরহাট, বুড়ির খাল, উত্তর বাউছিয়া, দক্ষিণ বাউছিয়া, টেকের বাজার, হাজীর হাট, গবিন্দ্রপুর, মোজাম্মেল আবাসন, চর কচ্ছপিয়া, শীতাকন্ডা, কালনারটেক, পশ্চিম জোন কর্তৃক খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার রুপসা, নলিয়ান, হারবাড়িয়া, মংলা, কৈখালী, ঢাকা জোন কর্তৃক চাঁদপুর ও শরিয়তপুর জেলার রাজরাজেশ্বর, ভেদরগঞ্জ এলাকায় এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক কর্মহীন ও দুস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ কোস্ট গার্ড’র মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version