এপ্রিল ১, ২০২০
তালায় কেমন আছে মধ্যবিত্তরা! কীভাবে চলছে সংসার: খোঁজ নিচ্ছে না কেউ
নিজস্ব প্রতিনিধি : মনের কথা সত্য কথা করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারাদেশে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় এই মুহ‚র্তে গৃহবন্দি সাধারণ মানুষ। নিম্ন আয়ের মানুষের হাতে খাবার এবং প্রয়োজনীয় দ্রব্য তুলে দিচ্ছেন অনেকেই। সরকারও গরিব-নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে মধ্যবিত্তের পাশে কেউ নেই এমনটাই জানালেন উপজেলার বিভিন্ন এলাকার মধ্যবিত্ত পরিবারের লোকজন। ঘরে খাবার না থাকলেও তারা লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না। তালা উপজেলা হাজরাকাটী এলাকায় কথা হয় মধ্যবিত্ত পরিবারের জহিরের সঙ্গে। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এটা কোনো জীবন হলো! সংসার চালাতে যুদ্ধ করতে হচ্ছে। চক্ষু লজ্জায় কষ্টগুলো প্রকাশ করা যায় না। আমরা মধ্যবিত্ত তাই আমাদের কোনো কষ্ট নেই। আছে শুধু সুখ। কিন্তু এর আড়ালে আমরা যে কত কষ্টে জীবনযাপন করি, তা বোঝানো যায় না। কেউ বোঝারও চেষ্টা করে না।’ করোনা ভাইরাসের কারণে (২৬ মার্চ) থেকে গোটা জেলা অঘোষিত লকডাউন হয়ে আছে। এই এক সপ্তাহ ধরে ঘরবন্দি জেলার ২২ লক্ষ মানুষ। সেখানে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতিদিনই কেউ না কেউ খাবার বিতরণ করেন। কিন্তু মধ্যবিত্তদের কথা ভাবেন ক’জন! উপজেলার হাজরাকাটির এক মাল্টিমিডিয়া ব্যবসায়ী বলেন, ‘নিম্ন বিত্তের লোকজন তো সরকারি ত্রাণ পাচ্ছে, বেসরকারি সহায়তা পাচ্ছে, কিন্তু মধ্যবিত্তের কী হবে? আমার ঘরে খাবার শেষ হয়ে গেছে। এখন অল্প অল্প করে খাচ্ছি। ছেলে মেয়েদের মুখের দিকে তাকালে বুকটা কষ্টে ফেটে যায়। কারণ তারা কখনোই খাবারের কষ্ট করেনি’। 8,619,607 total views, 11,264 views today |
|
|
|