Site icon suprovatsatkhira.com

চাম্পাফুলে ত্রাণ সামগ্রী বিতরণ

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ২শ’৫০ টি মধ্যবিত্ত পরিবারের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দেশব্যাপী কোভিড-১৯ করোনা ভাইরাস নামক মহা দুর্যোগে দেশের জনগণের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখা, সকলের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকা, বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়ায় নিষেধাজ্ঞায় কর্মজীবী ও পেশাজীবীরা কর্মহীন হয়ে পড়েছে। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা এবং চাম্পাফুল ইউনিয়ন পরিষদের যৌথ সহযোগিতায় ইউনিয়নের কর্মহীন জনগণকে মাথাপিছু ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল, ৩ কেজি আলু, ১ টি সাবান ও মাস্ক বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন, পিআইও মো. মিরাজ হোসেন খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মÐল, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. হাতেম আলী, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহেদ নওয়াজ, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মূখার্জী, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইদুর রহমান, সুশীলন নবযাত্রা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর মো. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবক টিম উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version