খুলনা প্রতিনিধি : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মো. আসাদুজ্জামান নামে ২৪ বছরের এক যুবক ও দুপুর সাড়ে ১২টায় মিতু নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়।
হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ‘নগরীর লবণচরা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল সাড়ে ৯টায় করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এক ঘণ্টা পর তিনি মারা গেছেন। তিনি অ্যাজমার রোগী ছিলেন। তারপরও তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে’।
তিনি আরও জানান, ‘রূপসা উপজেলার কাজদিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মিতু নামে একটি শিশু ভর্তি হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। মিতু শ্বাসকষ্টের রোগী ছিল। তারপরও করোনা আক্রান্ত ছিল কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে’।