Site icon suprovatsatkhira.com

খাজরায় এসিল্যান্ড ও সেনাবাহিনীর বাজার মনিটরিং

আশাশুনি (খাজরা) প্রতিনিধি : আশাশুনির খাজরায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং ও খাজরা বাজার মনিটরিং করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মনিটরিংয়ে সহযোগিতা করেন। সেনা-সদস্যের উপস্থিতি দেখে গোটা এলাকার পুরোনো চিত্র পাল্টাতে শুরু করে। এ সময় বাজারের প্রত্যেকটি অলি-গলিতে গিয়ে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করার জন্য মাইকিং করা হয়। বিক্রেতাদের হাতে গøাভস্ ও মুখে মাস্ক ব্যবহার, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া, বাজারে আগত ক্রেতাদের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকানের সামনে বৃত্ত চিহ্ন এঁকে দেওয়া হয়। এ দিন খাজরা বাজারের আব্দুল মজিদ, মঙ্গল মজুমদার ও ভবেন মন্ডলের ৩টি মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ৫শ’ টাকা করে জরিমানা আদায় করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, প্রদ্বীপ কুমার, গ্রাম পুলিশ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version