এপ্রিল ১৪, ২০২০
খলিষখালীতে রামকৃষ্ণ মিশনের আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : খলিষখালীর ইউপি সদস্য উত্তম কুমার দে’র উদ্যোগে রামকৃষ্ণ মিশনের আর্থিক সহায়তায় হত-দরিদ্র অর্ধশতাধিক পরিবারের মাঝে চাল, আটা, ডাল, আলু, ও লবণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে খলিষখালী ইউপি সদস্য উত্তম কুমার দের উদ্যোগে রামকৃষ্ণ মিশনের আর্থিক সহায়তায় হত-দরিদ্র পরিবারের বাড়িতে-বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রামকৃষ্ণ মিশনের সভাপতি বাবু শিব পদ রায়ের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ করেন, মিশনের সাধারণ সম্পাদক ডা. সুব্রত, ক্যাশিয়ার স্বপন রায়, প্রচার সম্পাদক রাহুত, সমাজ সেবক বিশ্বনাথ আড্ডু, সাতক্ষীরা সদর হাসপাতালের কর্মরত ডা. পার্থ।
এ সময় মিশনের সভাপতি বাবু শিব পদ রায় বলেন, ‘ করোনা পরিস্থিতি মোকাবেলাই জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে কর্মহীন মানুষের পাশে দাড়াতে হবে। আমরা আজ আমাদের সামার্থ অনুযায়ী হিন্দু, মুসলমান সহ সকল ধর্মের অসহায় মানুষকে ত্রাণ বিতরন করলাম। এমনিভাবে করোনা মোকাবেলাই কর্মহীন মানুশের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আপনারা আতঙ্কিত না হয়ে বরং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করুন’।
তিনি বলেন, ‘বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেও বাসায় ফিরে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়া বাইরের জেলা বা বিদেশ থেকে কেউ আসলে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে পরিবারের যেই যাবে তারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সংক্রমিত ব্যক্তির থেকে দুরে থাকতে হবে’।
8,578,396 total views, 6,166 views today |
|
|
|