Site icon suprovatsatkhira.com

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জেলায় ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিনিধি : “বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায়” সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাহমুদ (মমিন) করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা সমাজের অবহেলিত, অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতের আঁধারে শহরের বিভিন্ন এলাকায়  ১৫ জন অসহায় পরিবারের মধ্যে ত্রাণসহায়তা প্রদান করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, তেল ১ কেজি ও সাবান। আসিফ মাহমুদ (মমিন) বলেন, শহরের যে সমস্ত মানুষ সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় নিজ পরিবারের জন্য প্রাপ্ত পারিশ্রমিকের বিনিময়ে সওদা করে থাকে ঠিক এমন পরিবারকে বেছে বেছে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছি। তিনি আরোও বলেন, দিনের বেলায় আমি এলাকায় ঘুরে ঘুরে দেখি। অনেকের কষ্ট দেখে ভীষণ কষ্ট হয়। তাই রাতের বেলায় আমি এসব অভাবী পরিবারের মাঝে একা একা খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে দেই। এতে যদি খেটে খাওয়া মানুষের মুখে একফোটাও হাসি ফোটে তাতেই আমি খুশি।
ত্রাণ সহায়তা পাওয়া আকলিমা খাতুন বলেন, ছেলেটি খুব ভালো। আল্লাহ ওর ভালো করুক। বড় বিপদের সময় এই চাল ডাল পেয়ে খুব উপকার হলো।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version