নিজস্ব প্রতিনিধি: মাঠ জুড়ে সোনালি ফসলের ঢেউ। পাকা ধানের মধুর ঘ্রাণে মাতোয়ারা হওয়ার পরিবর্তে চিন্তার ভাজ পড়েছে কৃষকের মনে। এবছর করোনা সংক্রমণের কারণে অন্য জেলা থেকে শ্রমিক আসেনি। এমতাবস্থায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কৃষক মিজানুর রহমানের পাকা ধান কেটে মাড়াই করে দিল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসারের নেতৃত্বে ২০/২৫ জন নেতা-কর্মী দুই বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ও মাথায় করে নিয়ে এসে মাড়াই করে দেয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাথে কাজে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল আহমেদ, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহস গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।