Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের খুব্দীপুরে বাহরাইন প্রবাসী মহাব্বত হোসেনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনা’র তান্ডবে মানুষ অসহায়। নিজের, পরিবারের, সমাজ ও জাতির নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা মেনে মানুষ এখন ঘরবন্দি। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর রোজগার বন্ধ হওয়ায় ক্ষুধার আতঙ্কে যখন আতঙ্কিত ঠিক সেই মুহ‚র্তে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গরিব এলাকা খুব্দীপুর-আব্দুলখালি গ্রামের অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়ালেন খুব্দীপুর গ্রামের কৃতি সন্তান মো. তাছের আলি গাজীর ছেলে বাহারাইন প্রবাসী মো. মহাব্বত হোসেন। তিনি এলাকার ১শ’ ৭০ টি কর্মহীন পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ টি সাবান প্রদান করেছেন। এ সময় ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল বারি তরফদার, ধারা ভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, মহাসিন রানা ও তার পিতা তাছের আলি গাজী, ভাই গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার উপস্থিত থেকে খাদ্য অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version