Site icon suprovatsatkhira.com

কলারোয়া পৌর সদরের কাঁচা বাজার সরকারি কলেজ মাঠে স্থানান্তর

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌর সদরের কাঁচা বাজার সরকারি কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সরকারি কলেজ মাঠে কাঁচা বাজার স্থানান্তর করা হয়। একইসাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিনের কাঁচা বাজার এবং সাপ্তাহিক হাটের (শুক্রবার ও সোমবার) বাজারও এখানে হবে বলে জানানো হয়।
এদিকে বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার ভোর থেকে মাইকিং প্রচার করেছে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি। এরআগে সোমবার বিকালে কলারোয়া সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বাজার ব্যবসায়ী সমিতির কয়েকজন কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনায় বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পৌরসদরের ‘ট’ বাজারের তরকারি দোকানগুলো সরকারি কলেজ মাঠে পরিচালনা করা হবে।
সরেজমিনে দেখাগেছে, সকাল থেকে কলারোয়া সরকারি কলেজ মাঠের চারিপাশে নারিকেল ও আম গাছের নীচে সামাজিক দুরুত্বে দোকান বসিয়ে কাঁচাবাজারের ক্রয় বিক্রয়ের কার্যক্রম চলছে। ক্রেতারাও দূরত্ব বজায় রেখে কেনাকাটারর চেষ্টা করছেন। এসময় বাজার ব্যবসায়ী সমিতির একাধিক কর্মকর্তাকে হ্যান্ড মাইকে ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে অনুরোধ করছেন এবং বাজার মনিটরিং কার্যক্রম করছেন।
এদিকে, গত ২/৩ দিন যাবত ফেসবুকে কাঁচা বাজার পাইলট হাইস্কুল ফুটবল মাঠে স্থানান্তরের কথাটি নিছক ‘গুজব’ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এধরণের মনগড়া ও গুজব রটনাকারীরা নজরদারিতে আছেন বলে তারা জানান। এ সময় তারা সকলকে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version