এপ্রিল ৬, ২০২০
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, গলা ব্যাথা, কাশি নিয়ে চিকিৎসা নিতে আসা ১১ ব্যক্তির নমুনা সংগ্রহ
কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ১১জন ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এসব মানুষের শরীরে করোনা ভাইরাস আছে কি’না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) কলারোয়া সরকারি হাসপাতাল চত্বরের বিশেষ ক্যাম্পে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তারা সবাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের স্থাপন করা অস্থায়ী ক্যাম্পে সোমবার ১১ জন জ্বর, গলা ব্যাথা, হাছি, কাশির রোগ নিয়ে চিকিৎসা নিতে আসা ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, উপজেলাবাসীর সুরক্ষার স্বার্থে তাদের মধ্যে কোন ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেটা নিশ্চিত হতেই তাদের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া নমুনা সংগ্রহকারী চিকিৎসক পিপিই (নিজের সুরক্ষা সরঞ্জাম) পরিহিত ছিলেন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে। 8,645,379 total views, 1,731 views today |
|
|
|