Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় বিপাকে চা বিক্রেতা ও সেলুন কর্মীরা

কলারোয়া প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশনায় দোকান বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে কলারোয়া উপজেলার ২ হাজার চায়ের দোকানী, সেলুনের মালিক ও কর্মচারীরা। একমাত্র আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই পরিবার গুলির জীবন যেন থমকে গেছে। উপজেলার একাধিক চা বিক্রেতা ও সেলুনকর্মী সাংবাদিকদের সাথে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন এবং তাদের সহযোগিতার জন্য কলারোয়া উপজেলা ও পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কলারোয়া পৌরসদরের চা বিক্রেতা বাবু, রাজু হোসেন ও কবিরুল জানান, প্রায় এক মাস চায়ের দোকান বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। এখনো পর্যন্ত তাদেরকে কোনো সরকারি সহায়তা দেয়া হয়নি। কলারোয়া রিপোর্টার্স ক্লাব মোড়ের চা বিক্রেতা আবুল খায়ের জানান, আমরা চায়ের দোকানদাররা সবচেয়ে বেশি বিপদে আছি। না পারছি কাউকে কিছু বলতে, না পারছি সইতে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবি করে বলেন, অবিলম্বে চায়ের দোকানদারদের আলাদা তালিকা করুন এবং তাদের খাদ্য সামগ্রী সহযোগিতা করতে অনুরোধ জানান।
এদিকে কলারোয়া পৌর শহরের সেলুনকর্মী সাধন, উত্তম কুমারসহ কয়েকজন জানান, করোনা ভাইরাসের কারণে দোকান বন্ধ থাকায় সেলুনকর্মীরা এখন বাড়িতে অবস্থান করছেন। কর্মহীন হয়ে পড়া এসব মানুষেরা বাড়িতে মানবেতর জীবনযাপন করলেও কেউ কোন খোঁজ নিচ্ছে না। তারা বলেন, অধিকাংশের কাছে থাকা জমানো টাকা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে উপজেলার সকল সেলুন দোকানী ও কর্মচারীদের সরকারি-বেসরকারি যে কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়ে পড়েছে। এ বিষয়ে তার প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
এ বিষয়ে জানতে কলারোয়া পৌরসভার সচিব তুষার কান্তি দাসের সসাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের সহযোগীতার বিষয়ে তিনি পৌর সভার ভারপ্রাপ্ত মেয়রকে অবহিত করবেন।

কলারোয়া উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, তাদের দুরবস্থার কথা জানতে পেরে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ তাদের খোঁজ-খবর নিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version