এপ্রিল ১১, ২০২০
কলারোয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা আব্দুল কুদ্দুস সরদার নামে এক ব্যবসায়ী ও তার ছেলে নাঈমকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তারা কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুল কুদ্দুস একই গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের ছেলে। ঘটনার পর আহত নাঈম-উল-হাসান বাদি হয়ে একই গ্রামের আলম সরদার ও হায়দার সরদারকে আসামী করে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘হায়দার ও আলম সরদারের সাথে তাদের দীর্ঘদিন যাবত জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় একাধিকবার শালিসী বৈঠকর মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও প্রতিপক্ষরা উক্ত শালিসে হাজির হতেন না। এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল কুদ্দুস সরদার তার নিজ স্বত্ব দখলীয় জমিতে লাগানো বেল গাছ থেকে বেল পেড়ে বাড়িতে নিয়ে আসে। কিছু সময় পর বেল পাড়ার বিষয়কে কেন্দ্র করে এবং পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, লাঠি নিয়ে আমাদের (কুদ্দুস সরদারের) বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পযার্য়ে আলমের হাতে থাকা ছুরি দিয়ে আব্দুল কুদ্দুসের পেটে আঘাত করা চেষ্টা করা হয়। পরে হায়দার সরদার পিছন থেকে ধারালো দা দিয়ে মাথায় কোপ মেরে আব্দুল কুদ্দুসকে রক্তাত্ত জখম করে। এ সময় পিতা কে উদ্ধার করতে গেলে নাঈমকেও বেধড়ক মারপিট করে জখম করা হয়। স্থানীয় গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে বাদীর পিতা আব্দুল কুদ্দুস সরদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন’। এ বিষয়ে জানতে অভিযুক্ত হায়দার আলী ও আলমের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 8,645,359 total views, 1,711 views today |
|
|
|