কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সাংবাদিক আজগর আলীকে দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় অবশেষে ৩ জনের নামে কলারোয়া থানায় মামলা (নং-১৭(০৪)২০) দায়ের করা হয়েছে। আহত সাংবাদিক আজগর আলীর দেয়া অভিযোগ ও জাতীয় দৈনিক আমাদের সময় ও স্থানীয় দৈনিক সুপ্রভাতসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার রাতে মামলাটি গ্রহণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, সাংবাদিক আজগর আলীর উপর হামলার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয় এবং প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় আহত আজগর আলীর দেয়া অভিযোগটি এজাহার হিসাবে গণ্য করা হয়েছে। তবে তিনি আসাসিদের গ্রেফতারে জন্য তাদের নাম প্রকাশ করেনি।
প্রসঙ্গত; আহত সাংবাদিক আজগর আলী উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এলাইবক্সের ছেলে ও দৈনিক অর্ণিবাণ প্রত্রিকার কলারোয়া প্রতিনিধি।
গত ১৩ এপ্রিল গভীর রাতে ৪০ হাজার টাকা চাঁদার দাবিতে ৭/৮ জন সন্ত্রাসী ও মাদকসেবী তার বাড়িতে গিয়ে হুমকি দেয়। এ সময় তিনি ঘটনাটি থানা পুলিশকে জানানোর কথা বলায় পরের দিন (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে আজগর আলী সংবাদ সংগ্রহের জন্য কলারোয়া বাজারে যাওয়ার সময় পথিমধ্যে ইউনিয়নের হাড়িভাঙ্গা কালভার্ট এলাকায় পৌছালে আগে থেকে অবস্থান করা উক্ত সন্ত্রাসীরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী মারপিট করে গুরুতর জখম করে। এক পর্যায়ে সাংবাদিক আজগর আলী রাস্তায় অচেতন অবস্থায় পড়ে গেলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। তিনি এখনো কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসরাম জানান, আহত সাংবাদিক আজগর আলী বর্তমানে সুস্থ্য রয়েছেন। তবে, তার মেরুদন্ডে আঘাত লাগায় আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
এদিকে সাংবাদিক আজগর আলীকে রক্তাত্ত জখম করার ঘটনায় জেলাব্যাপী সাংবাদিক সমাজ প্রতিবাদ ও ক্ষুদ্ধ হয়ে উঠলে ঘটনার দুই দিন পর মামলা নিলো থানা পুলিশ। তবে, সাংবাদিকরা মামলার আসামিদের অতিদ্রুত গ্রেফতার করার জন্য কলারোয়া থানা পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘এ ঘটনায় আহত সাংবাদিক আজগর আলীর অভিযোগ পেয়ে আমরা প্রাথমিক তদন্ত শেষে সত্যতা পাওয়ায় বৃহস্পতিকবার রাতে তিন জনকে আসামি করে দেয়া তার অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করা হয়েছে। তিনি জানান, পুলিশ আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু করেছে।
কলারোয়ায় প্রকাশ্যে সাংবাদিক পিটিয়ে জখমের ঘটনায় মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/