এপ্রিল ১, ২০২০
ঘরবন্দি মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের তত্ত্বাবধানে ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি ১শ’ জন দুস্থ অসহায় ব্যক্তিদের তালিকা করে তাদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন ও ধর্ম বিষয়ক উপ-সম্পাদক জামান শাহেদ’র তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতা কর্মীদের সার্বিক ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী তালিকাভুক্ত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দেয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ জানায়, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে মানুষ স্ব স্ব গৃহে অবস্থান করছে। সাধারণ মানুষ জীবিকা নির্বাহের জন্য বাইরে বেরোতে পারছে না। এজন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় অসহায় দুস্থ ১শ’ পরিবারের তালিকা করে বুধবার সারাদিন আমরা ওইসব পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। এ সময় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের সাথে থেকে তালিকা অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করতে সার্বিক সহযোগিতা করেছে। 8,474,951 total views, 2,591 views today |
|
|
|