তালা প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে তালা বাজারের ১০টি পয়েন্টে হাত ধোয়ার জন্য অস্থায়ী পানির ট্যাংক স্থাপন করেছে তালা ব্লাড ব্যাংক। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তালা ব্লাড ব্যাংকের সদস্য এসএম নাহিদ হাসান, অসীম রায়, আসলাম উদ্দিন, নয়ন ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
তালা ব্লাড ব্যাংক এর এডমিন সদস্য অসীম রায় জানান, ‘অসংখ্য মানুষ প্রতিদিন বাজার করতে আসে। সামাজিক দূরত্ব মেনে চলা ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। সে লক্ষে বাজারের ১০টি পয়েন্টে অস্থায়ী পানির ট্যাংক বসিয়ে হাত ধোয়ানোর উদ্যোগ নিয়েছি। একই সাথে সবাই যাতে নিরাপদ দূরত্বে থেকে কেনাকাটা করতে পারে, সে ব্যাপারে প্রচার প্রচারণা চালানো হচ্ছে’।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকাস্থ এক বায়িং হাউজ কর্মকর্তা ট্যাংক বসাতে আর্থিক সহোযোগিতা করেছেন ও তালা ব্লাড ব্যাংকের জন্য শুভ কামনা করেন।