Site icon suprovatsatkhira.com

করোনা পরিস্থিতি মোকাবেলায় স্মরণীয় জার্সিটি নিলামে তুলছেন সাবেক ফিফা রেফারি ও সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়ব হাসান বাবু

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের কারণে থেমে গেছে সারা বিশ্ব। করোনা পরিস্থিতি মোকাবেলায় যে যার নিজের অবস্থান থেকে এগিয়ে আসছেন সবাই। তারই ধারাবাহিকতায় নিজের ক্যারিয়ারের সেরা অর্জনটাই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি ও সাতক্ষীরার কৃতী সন্তান তৈয়ব হাসান বাবু।

তিনি ২০১৩ সালে কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে সাফের ফাইনাল খেলা পরিচালনা করেন। সে ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন হয়। ওই ম্যাচে যে জার্সিটি পরে খেলা পরিচালনা করেন তৈয়ব হাসান বাবু, করোনা পরিস্থিতি মোকাবেলায় সাতক্ষীরার মানুষের পাশে দাঁড়াতে সেটিই নিলামে তোলার ইচ্ছা তাঁর।

এ বিষয়ে ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু বলেন, ‘সাফ ফাইনালের জার্সিটি নিলামে তুলবো। সেটা থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের দেব’।

বাংলাদেশে কোনো রেফারি হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার রেকর্ডও তারই। টানা ১০ বছর এএফসির এলিট প্যানেলে ছিলেন। এটিও রেকর্ড। এশিয়ার সেরা ২৫ রেফারির তালিকায় ঢুকেছেন তিনি।

এছাড়াও তিনি ১৯৯৯-২০১৬ পর্যন্ত আন্তর্জাতিক রেফারি ছিলেন। তিনি দীর্ঘ ১৮ বছরে ১০০-এর বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই, এএফসি চ্যাম্পিয়নস লিগ, এএফসি কাপ, দুটি এশিয়ান গেমস, এএফসি বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড, সাফ, সাফ গেমসসহ অনেক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তাঁর।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version