Site icon suprovatsatkhira.com

করোনারোধে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরসভার ৫টি ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরা পৌরসভার ৫টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) পৌরসভার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে এ কার্যক্রম শুরু করেন জেলা ছাত্রলীগ নেতা শেখ আসিফ মাাহমুদ।
তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে সারা দেশে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার জন্য আমাদের সচেতন হতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নিদের্শনায় আমরা এর আগে প্রায় ১৫০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছি। এবার জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করছি। এর ফলে মানুষের কিছুটা হলেও উপকার হবে। সকলের সমন্নিত উদ্যোগ ছাড়া এই দুর্যোগ মোাকাবেলা সম্ভব নয়। আমাদের কেন্দ্রিয় নেতৃবৃন্দের নির্দেশনায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ একযোগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এটি অব্যাহত থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version