খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : খলিষখালী বাজারের অসহায় চা বিক্রেতা দিলীপ ঘোষের স্ত্রী ও তার পরিবারের পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চেয়ারম্যান নিজ তহবিল থেকে বাজার করে দিলীপ ঘোষের বড়িতে হাজির হন। স্থানীয় সূত্র জানায়, দিলীপ ঘোষ খলিষখালী বাজারের একজন চা বিক্রেতা। করোনা ভাইরাসের জন্যে সমস্ত দোকান পাট বন্ধ থাকার কারণে তার সংসার চলছিল অভাব অনাটনের মধ্যে।
এরই মধ্যে দিলীপ ঘোষের স্ত্রী বাসন্তি ঘোষ গত ২২ এপ্রিল হঠাৎ স্ট্রোক করেন। দিলীপ ঘোষের প্রতিবেশী বাপ্পা ঘটক তাদের এ পরিস্থিতি দেখে চেয়ারম্যানকে এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানান।
চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান এসএমএস দেখেই আজ শুক্রবার দুপুরে চাল, ডাল, আলু, পটল, তেল ও শাক সবজি নিয়ে হাজির হন তার বাড়িতে। এ সময় তিনি আশপাশের পরিবার গুলোরও খোঁজ খবর নেন। সেখানে গরিব ও হতদরিদ্রদের দেখে তিনি পরবর্তীতে সহায়তার জন্য আশ্বাস দেন। দিলীপ ঘোষের পরিবার এ সহায়তা পেয়ে খুশি হয়ে বলেন, ‘বাজারে আমার ছোট্ট একটি চায়ের দোকান ছিল সম্প্রতি করোনা ভাইরাসের জন্য দোকান বন্ধ থাকায় খুবই অভাবের ভিতরে ছিলাম। তারপর আমার স্ত্রী আবার স্ট্রোক করল। ঘরে কোন খাবার ছিল না। আজ চেয়ারম্যান যে বাজার করে দিল এখন কয়েকদিন ভাল করে খেতে পারব। এতে অনেক খুশি হয়েছি আমি’।
এ সময় খলিষখালী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব মুখার্জি চাদু, নারায়ন চন্দ্র, বাপ্পা ঘটক প্রমুখ উপস্থিত ছিলেন।