Site icon suprovatsatkhira.com

এমপি রবির পক্ষ থেকে রাতের আধারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিনিধি : ‘করোনা নিয়ে আতঙ্ক নয়, নিজ ঘরে অবস্থান করি নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখি, সচেতন হলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রাতের আধারে ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। এমপি রবির পক্ষ থেকে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিম্নবিত্ত মানুষ যারা কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়েছে সেইসব পরিবারকে ১০ কেজি চাউল, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ৫শ’ গ্রাম, লবণ ৫শ’ গ্রাম, পেঁয়াজ ৫শ’ গ্রাম, রসুন ২শ’৫০ গ্রাম ও হাত ধোয়ার জন্য সাবান তার ব্যক্তিগত উদ্যোগে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনার সংক্রমণ ঝুঁকি রোধে জনসমাগম না করে রাতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা অনুযায়ী এমপি রবির পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে নিজ অবস্থানকারী গৃহবন্দী নিম্নবিত্ত-দরিদ্র মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version