Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে অকারণে লোকসমাগম করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ইউনিয়নে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীনা সুলতানা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে থানা পুলিশ ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীকে সাথে নিয়ে তিনি এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান- উপজেলার বড়দল বাজার, গোয়ালডাংগা বাজার তেতুলিয়া বাজার, বুধহাটা বাজার, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ও হাজিরহাটখোলা বাজারে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা করা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হয়েছে। এ সময় কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজারে দ্রব্যমূল্য ও সামাজিক নিরাপদ দূরত্বের বিষয়ে মনিটরিং-কালে সামাজিক দুরত্ব বজায় না রাখায় এবং অকারণে লোকসমাগম করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে সর্বমোট ১৪শ’ টাকা জরিমানা আদায় করা হয় এবং লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সচেতন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version