Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা জেলা কারাগারের ৩৭ বন্দী মুক্তির অপেক্ষায়

নিজস্ব প্রতিনিধি : সরকারের বিশেষ ক্ষমতার আওতায় মানবিক কারণে সাতক্ষীরা কারাগারের ৩৭জন কয়েদিকে মুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে জেলা কারা কর্তৃপক্ষ।
এদের মধ্যে এক বছরের কারাণ্ড প্রাপ্ত ২৭ জন এবং ২০ বছরের ঊর্ধ্বে কারাগারে রয়েছে এমন ১০ জনের নাম আছে।

সাতক্ষীরা কারাগারের জেলার কামরুল ইসলাম দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সাতক্ষীরা কারাগারে ৪শ’ বন্দীর ধারণ ক্ষমতা আছে। এর মধ্যে পুরুষ বন্দী ৩শ’ ৬০ জন ও নারী বন্দী ৪০ জন থাকতে পারে।

তবে সোমবার (১২ এপ্রিল) রাত পর্যন্ত কারাগারে বন্দী ছিল ৫শ’ ২৩ জন। এদের মধ্যে নারী রয়েছেন ১৬ জন। বাকিরা সবাই পুরুষ বন্দী।

জেলার আরও জানান, ‘গত ২ এপ্রিল সাতক্ষীরা জেলা কারাগার থেকে ৩৭ জন বন্দীর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের পত্র পেলে নির্দেশনা অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হবে। এছাড়া কারাগারে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নতুন বন্দীদের কারাগারের ভেতরে ঢোকানোর আগে প্রধান গেটে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত-মুখ ধোয়ানো হচ্ছে ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

এভাবে প্রাথমিকভাবে সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেতরে প্রবেশ করানো হয় আসামিদের। এছাড়া কারাগারের রন্ধনশালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খাবার ভালোভাবে সিদ্ধ হওয়ার পর পরিবেশন করা হচ্ছে। বন্দীদের সাথে পরিবারের সদস্যদের দেখা সাক্ষাৎ আপাতত বন্ধ রাখা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version