নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ঢাকা ফেরত হোম কোয়ারেন্টাইনে করোনা উপসর্গ নিয়ে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এঘটনায় স্বাস্থ্যবিধি অনুযায়ী তাকে জানাজা দেওয়া ও ৬ বাড়ি লক ডাউনের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
মৃত্যুবরণকারী যুবকের নাম হারুর আর রশীদ। সে কালিগঞ্জ উপজেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের কাঁমারগাতী গ্রামের সাবেদ সরদারের ছেলে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য এস এম আব্দুর রব জানান, ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন ওই যুবক। গত এক সপ্তাহ আগে তিনি তার স্ত্রী ও বন্ধুসহ ৫ সদস্য নিয়ে এ্যাম্বুলেন্সযোগে গ্রামে ফেরেন। পরে স্থানীয় ও প্রশাসনের চাপাচাপিতে তারা ছোট মিয়া সাহেবের মাজার শরীফের কয়েকটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য হন। কয়েকদিন ধরে তার জ¦র ও শ্বাসকষ্ট বাড়তে থাকলে স্থানীয় চিকিৎসকদের নিকট থেকে চিকিৎসা গ্রহণ করতে থাকেন। তবে শুক্রবার তার অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের কাছে বারবার তার সাম্প্রতিক ইতিহাস জানার চেষ্টা করলেও সে ও তার আত্মীয় স্বজন মিথ্যা বলেছে। পরে মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা বলছে সে সম্প্রতি ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরে। তথ্য গোপন করা শাস্তিযোগ্য অপরাধ। তাকে আমরা করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে পারতাম। বিষয়টি নিয়ে চিকিৎসক নার্সদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মৃত যুবক ও তার নিকটাত্মীয়দের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তরিবুর রহমান জানান, মৃত্যুবরণকারি ওই যুবককে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী জানাজা ও দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল জানান, ওই যুবকের সাম্প্রতিক আবাসস্থল অর্থ্যাৎ মাজার শরীফসহ আশেপাশের ৬বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।