এপ্রিল ১৫, ২০২০
বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে প্রথম করোনা রোগী (৩৫) শনাক্ত হয়েছে। এর মধ্যদিয়ে বাগেরহাট জেলাও করোনাভাইরাসে আক্রান্ত হলো। মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) ল্যাবে পিসিআর মেশিনে ৬০ জনের নমুনা পরীক্ষার সময় করোনা আক্রান্ত একমাত্র রোগী হিসেবে শনাক্ত হয়েছেন এই ব্যক্তি। তিনি মাদারীপুরের একটি মসজিদের ইমাম। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ তার আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার খুলনা বিভাগের মোট ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের পজিটিভ পাওয়া গেছে, তার বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। চিতলমারীতে শনাক্ত হওয়া ওই রোগীর প্রতিবেশীরা জানান, শনাক্ত হওয়া ওই ব্যক্তি মাদারীপুরের একটি মসজিদে ইমামতি করতেন। গত ৫ থেকে ৬ দিন আগে তিনি চিতলমারীতে এসেছেন। তার খুশখুশে কাশির উপসর্গ থাকায় করোনা টেস্ট করা হয়। তিনি এখন বাড়িতে আছেন। এদিকে মঙ্গলবার পর্যন্ত খুমেকে টেস্ট হয়েছে ২৭৫টি। এর মধ্যে চারটি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনায় একজন, বাগেরহাটে একজন, নড়াইলে একজন ও যশোরে একজন করে শনাক্ত হয়েছে। এছাড়াও আইইডিসিআরের টেস্টে চুয়াডাঙ্গা জেলার একজনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এই নিয়ে খুলনা বিভাগে ৫ জন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো। 8,572,478 total views, 248 views today |
|
|
|