এপ্রিল ১১, ২০২০
প্রতাপনগরের কোলায় নদীর বেড়িবাঁধ ভেঙ্গে দুটি গ্রাম ফের ডুবেছে
![]() নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার প্রতাপনগরের কোলা গ্রামে খোলাপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে আবারও দুটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতের জোয়ারে কোলা গ্রামের পরিমল সানার বাড়ীর পশ্চিম দিকে সংস্কারাধীন প্রায় ৪০ হাত বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কোলাসহ পার্শ্ববর্তী হিজলিয়া গ্রাম প্লাবিত হয়েছে। আমাদের শ্রীউলা প্রতিনিধি মনিরুজ্জামান জানান- প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল স্ব স্ব লোকজন নিয়ে বাঁশ ও মাটির বস্তা ফেলে বাঁধটি মেরামত করছেন। তবে দুপুরের জোয়ারের আগে মেরামত করে যদি পানি আটকানো না যায় তবে সংশ্লিষ্ট শ্রীউলা ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাবে। উল্লেখ্য, গত অমাবস্যা গোনে একই স্থান ভেঙ্গে ৩ টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 2,435,158 total views, 2,166 views today |
|
সম্পাদক ও প্রকাশক : এ কে এম আনিছুর রহমান
পলাশপোল (চৌধুরী পাড়া) সাতক্ষীরা ৯৪০০।
|
বার্তা বিভাগ: ০৪৭১৬২৭০০ মোবাইল: ০১৭১১-০৭১৩৮৩
বিজ্ঞাপন:০৪৭১৬২৭০০ সার্কুলেশন: ০১৭৪৫-৫৫৯৬২৮ ই-মেইল: suprovatsatkhira@gmail.com
|