এপ্রিল ১৫, ২০২০
নাভারনে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ
বেনাপোল প্রতিনিধি : শার্শার নাভারনে ছাত্রলীগের উদ্যোগে ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। টানা ছুটিতে সারাদেশের মত শার্শা উপজেলার মানুষ ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের জনগণ। দূর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও যার যার অবস্থান থেকে সহায়তা করছে। এই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিট নাভারন কলেজ ছাত্রলীগের সভাপতি আবু হুরায়রা জয়। ছাত্রলীগ কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকবে। নাভারন কাজিরবেড়, কাঠশিকরা, রেল বাজার, বৃত্তি বারিপোতা ও ইসলামপুর গ্রামের ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে ১টা লাউ, ১কেজি বেগুন, কাঁচা মরিচ, পুইশাক, মিষ্টি কুমড়া ও ৪পিচ করে ডিম বিনামূল্যে বিতরণ করেন। 8,561,056 total views, 11,662 views today |
|
|
|