নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে জেলার করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ রোগীদের শুধুমাত্র সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ যে কোন সময় আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন সাতক্ষীরা স্বস্থ্য বিভাগ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান, ‘শুধুমাত্র করোনা সংক্রমণ জনিত রোগীদের মেডিকেলে চিকিৎসা সেবা দেয়া হবে। আগামী দুই এক দিনের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে এবং সাধারণ রোগীদের সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হবে। ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে’।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ চালু না থাকলেও এখানে সব সময় প্রায় ২ শতাধিক রোগী ভর্তি থাকে। তবে করোনা আতঙ্কে সাধারণ রোগীরা অনেক আগেই হাসপাতাল ছেড়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, ‘সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা সন্দেহজনিত রোগীদের চিকিৎসা সেবার জন্য নির্দিষ্ট করা হয়েছে। এখানে জেলার করোনা আক্রান্ত রোগী বা সন্দেহজনক রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে’।