Site icon suprovatsatkhira.com

খলিষখালী ইউপি চেয়ারম্যানের নিজ তহবিল থেকে ৩৬ জন পল্লী চিকিৎসককে ভাইরাস প্রোটেকশন সামগ্রী বিতরণ

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমানের নিজ তহবিল থেকে ৩৬ জন পল্লী চিকিৎসককে সাবান, হ‌্যন্ড স্যানিটাইজার, মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান এ সামগ্রী বিতরণ করেন।

এ সময় ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য উত্তম দে, পংকজ রায়, ওসমান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান বলেন, ‘চিকিৎসকগণ করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষকে সচেতন করতে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন।

এছাড়া এখন বর্তমান পরিস্থিতিতে মানুষ করোনা ভাইরাসের জন্যে বাইরে বড় ডাক্তারে কাছে কম যাচ্ছে। এখন গ্রাম্য ডাক্তারদেরকে বেশী প্রয়োজন হচ্ছে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের জন্য। তাই গ্রাম্য ডাক্তারদেরই বেশী ঝুঁকি থাকে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার। সেই জন্যে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমার নিজের তহবিল থেকে এ সমস্ত সামগ্রী বিতরণ করলাম’। সেই সাথে তিনি সমস্ত মানুষকে বিনা প্রয়জনে বাইরে না যাওয়ার প্রারামর্শ দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version