মার্চ ৩১, ২০২০
রাজশাহীতে করোনা ওয়ার্ডে ভর্তি যুবকের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি: জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ওয়ার্ড ভর্তি এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে রাখা হয়েছে। মৃত যুবকের পরিবারের সদস্যরাও মরদেহ নেওয়ার জন্য সেখানে অবস্থান করছেন। রামেক হাসপাতালে ভর্তির সময় পরিবারের সদস্যরা জানিয়েছিলেন ওই যুবক বিদেশফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে ছিলেন না। তবে সম্প্রতি তার ভ্রমণেরকোনো ইতিহাসও নেই। এবিষয়ে রামেকহাসপাতালের উপ-পরিচালকডা. সাইফুল ইসলাম ফেরদৌসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এবিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেনদ্র নাথ আচার্য্য বলেন, এ ঘটনাটি তার জানা নেই। বিকেল ৫টার দিকে ওই যুবককে রামেক হাসপাতালে নিয়ে আসা হলে জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট থাকায় তাকে হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে (করোনা ওয়ার্ড) ভর্তি করা হয়। রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। 8,573,434 total views, 1,204 views today |
|
|
|