ডেস্ক রিপোর্ট: নতুন করে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দোকান ও মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
তবে যেসব দোকানে ওষুধ ও খাবার সামগ্রী বিক্রি হয় এমন কোনও বাজার, দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন।
তিনি জানিয়েছেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। রাজধানীসহ দেশের বড় বড় শহরে অবস্থিত বিপণি বিতান বা শপিং মলগুলোতে (বসুন্ধরা, যমুনা, নিউমার্কেট, চাঁদনীচক, মৌচাক, কর্ণফুলী টাইপের শপিং মল) কর্মচারী এবং ক্রেতা কেউই আসতে চান না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।