Site icon suprovatsatkhira.com

১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার (১৮ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়টি জানিয়েছিলেন। একইসঙ্গে এ বিষয়ে বিকেলে আদেশ জারি হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের বাড়িতে রাখতে হবে। এসময়ের মধ্যে কোচিং সেন্টারও বন্ধ রাখতে হবে। কোনোভবে শিক্ষার্থীদের বাড়ির বাইরে রাখা যাবে না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version