Site icon suprovatsatkhira.com

সন্তানকে ভাল মানুষ তৈরিতে পিতার থেকে মায়ের ভূমিকা অনেক বেশি- এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল সাড়ে ০৩টায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘ভাল কিছু নির্ভর করে বড় মন ও উদারতা। আমাদের সকলের মানুষিকতার পরিবর্তন হলে শিক্ষার পরিবেশ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। সন্তানকে ভাল মানুষ ও শিক্ষিত জাতি তৈরিতে পিতার থেকে মায়ের ভূমিকা অনেক বেশি। এই রসুলপুর গ্রামে বহু জ্ঞানী ও বর্ণাঢ্য ব্যক্তির জন্মস্থান। এই বিদ্যালয়টি জাতীয় অধ্যাপক মরহুম ডা. এম.আর খানের হাতে গড়া প্রতিষ্ঠান। ভাল ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ধরে রাখার আহŸান জানান এমপি রবি।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অনিকা। আলোচনা সভার পূর্বে এমপি রবি ফিতা কেটে ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন। এ সময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মিজানুর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version