মার্চ ১৮, ২০২০
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগর অফিস : শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন শ্রেণির আইসক্রিম ও পেপসির দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সহ মালামাল গুলো প্রেসক্লাবের সামনে বিনষ্ট করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী। সূত্র জানায়, বুধবার (১৮ মার্চ) সকালে শ্যামনগর শহীদ মুক্তিযোদ্ধা সড়কের দুই আইসক্রিম ব্যবসায়ী বিএসটিআই অনুমোদন বিহীন ভেজাল রং মেশানো, তারিখ বিহীন পেপসি ও বিভিন্ন শ্রেণির আইসক্রিম বিক্রির সময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার তাদের আটক করেন। আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের মৃত শোকর আলী ছেলে ইবাদুল ইসলাম ও একই উপজেলার সিয়াবা গ্রামের আনসার আলী ছেলে রুহুল আমিন। এরপর ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে তাদের ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিকাশ বাবু ও শ্যামনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন। 8,475,599 total views, 327 views today |
|
|
|