এম ওসমান, বেনাপোল : যশোরের শার্শায় পৃথক অভিযানে ৪৫০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বেনাপোল পোড়াবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৩৫) ও যশোর কোতয়ালি থানার চাঁচড়া হঠাৎপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান (৩০) কে আটক করা হয়।
পুলিশ জানায়, নাভারণ “খ” সার্কেল এএসপি জুয়েল ইমরানের সহযোগিতায় মাদক চোরাচালান ও মাদক প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শার্শা উপজেলার কামারবাড়ী মোড় পাকা রা¯ত্মার উপর থেকে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট-১৬-৬৯২৫) আটক করা হয়। পুলিশ দেখে কাভার্ডভ্যান থেকে একজন দৌড়ে পালিয়ে গেলেও আটক করা হয় রুহুল নামের যুবককে। পরে তার দেওয়া তথ্য মতে কাভার্ডভ্যানের কন্টিনারের ভিতর থেকে ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে ভোর সাড়ে ৫ টায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শুড়া গ্রামে দিলীপ পালের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার উপর থেকে একটি নসিমন (ইঞ্জিন চালিত ভ্যান) আটক করে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। নসিমনে থাকা মাদক ব্যবসায়ী হাফিজুরের তথ্য মতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান পৃথক অভিযানে ৪৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের নামে মাদক আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শার্শায় ৪৫০ বোতল ফেন্সিডিলসহ ১৫ কেজি গাঁজা উদ্ধার: আটক-২
https://www.facebook.com/dailysuprovatsatkhira/