তালা প্রতিনিধি : তালা উপজেলার বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে নারিকেল গাছের পাতার বিভিন্ন অংশে সাদা রংয়ের ছাপ দেখে তৃণমূলে নানা গুজব ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, অজানা ভাইরাস, কারো দাবি প্রকৃতির অভিশাপের ফসল আবার কেউ করোনার আগমনি বার্তা বলে অভিহিত করায় গোটা এলাকায় রীতি-মত গুজব ছড়িয়ে পড়েছে। সনাতনীদের অনেকে আবার নারকেল গাছকে পূজা দেওয়া শুরু করেছেন। উপজেলার তালা সদর, ইসলাকাটি ,খলিলনগর, মাগুরা, জালালপুর, খেশরা ইউনিয়নের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে যে, নারকেল গাছের পাতার ওপর কালো আবরণ পড়েছে। শূতিমূল নামের এক ধরনের ছত্রাকের কারণে পাতা এরকম কালো হয়ে যায়। তবে অধিকাংশ পাতার নীচে রয়েছে তুলার মতো সাদা রঙের ছোট-বড় ছাপ। মূলত সাদা রঙের এই পোকাগুলোই হোয়াইট ফ্লাই। কৃষি অফিস বলছে, পোকাগুলো প্রথমে পাতার ওপর বসে। পরে পাতায় মাকড়সার জালের মতো আবরণ তৈরি করে। প্রতিদিন এর পরিমাণ বাড়তে থাকে। এর ফলে ধীরে ধীরে ওই গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। গাছের ফল দেয়ার ক্ষমতা নষ্ট হতে থাকে। দীর্ঘ সময় ধরে কোনো গাছে এ পোকার আক্রমণ অব্যাহত থাকলে গাছটি মারা যেতে পারে বলেও জানান । উপজেলার হাজরাকাটি গ্রামের পলাশ নামে একজন বলেন, আমার বাড়িতে যতগুলো নারকেল গাছ আছে সবগুলোর পাতা সাদা হয়ে গেছে। আগে কখনো এমন ভাবে পাতা সাদা হতে দেখিনি। সদর ইউনিয়নের মো. খলিলুর রহমান নামে একজন বলেন, পাতার নীচে সাদা রঙের কিছু একটা পড়েছে মনে হচ্ছে। গাছের পাতার পরীক্ষা করলে দেখা যায় নীচে সাদা মোমের মতো অংশ। তবে কাছ থেকে খেয়াল করলে মাছির মত ছোট ছোট সাদা পোকাও দেখা যাচ্ছে কোনো কোনো পাতায়। নারকেল গাছের পাতা সাদা হওয়ার ব্যাপারে এলাকার বয়োবৃদ্ধিরা বলেছেন, শেষ জামানা এসে গেছে, এটি কিয়ামতের আলামত। কেউ কেউ বলছে পৃথিবীর ওপর আল্লাহর গজব শুরু হয়েছে। এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লা আল-মামুন জানান, এটি একটি কীটের আক্রমণ। তুলার মতো সাদা রঙের হোয়াইট ফ্লাই’ নামে এক ধরনের পোকার আক্রমণে এমনটি হচ্ছে। তবে গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি কৃষকদেরকে অনুরোধ জানিয়ে বলেন, ইমিডা ক্লোরোপিড গ্রæপের বিভিন্ন কীটনাশকের সাথে ডিটারজেন্ট মিশিয়ে গাছে নিয়মিত স্প্রে করলে এ রোগ ভাল হয়ে যায়। তবে এটা নিয়ন্ত্রণ করতে না পারলে আক্রান্ত গাছগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে এক সময় মারা যেতে পারে বলেও জানান তিনি।
রাতে নারিকেল গাছের পাতার সাদা রং-এ তৃণমূলে নানা গুজব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/