তালা ও ইসলামকাটি প্রতিনিধি: তালা উপজেলা বিভিন্ন বাজার ও গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। তালার সেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য এ কর্মসূচী পালন করে। গতকাল মঙ্গলবার দিন ব্যাপী তালা, পাটকেলঘাটা, জাতপুর, সুভাশনি, নোয়াপাড়া, ইসলামকাটি, সহ বিভিন্ন বাজার ও এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক সুমন কাগুজি, সদস্য সচিব সাংবাদিক কার্তিক চন্দ্র আচার্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য আদিত্য মল্লিক, মোস্তাফিজুর রহমান, সংগঠনের সদস্য মাসুদ রানা, সোহাগ, জিম, অপু, মাহফুজ, সাগর দে, রোমান, রানা, শুভ, হাফিজ, সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সদস্য সচিব সুপ্রভাত সাতক্ষীরা’র সংবাদিক কার্তিক আচার্য,বলেন মানুষ মানুষের জন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা এই প্রতিকূল পরিস্থিতিতে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। পাশাপাশি সকলকে বলবো আপনারা সরকারের নির্দেশনা গুলো মেনেচলুন , কোন প্রকার গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না, গুজব কে প্রতিহত করবেন, আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আমরা এ ভাইরাস কে মোকাবেলা করতে সক্ষম হব। আমরা সকলেই সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলাফেরা করব, জনসমাগম থেকে এড়িয়ে চলব, নিজে ভাইরাস মুক্ত থাকবো অন্যকে ভাইরাস মুক্ত রাখতে সহোযোগিতা করবো, আমাদের এলাকায় যদি কোনো প্রবাসী থাকে তাহলে তাদেরকে আমরা সচেতন করবো তারা যেন ১৪ দিনের জন্য এলাকায় চলাফেরা না করে সেদিকে আমরা সকলে খেয়াল করব, সকল প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের সংগঠন মানুষ ও সমাজের জন্য কাজ করে যাবে, আমরা সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি।
মানুষ মানুষের জন্য সংগঠনের উদ্যগে মাস্ক ও লিফলেট বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/