প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলায় পি.এন মাধ্যমিক বিদ্যালয়কে ৯৪ রানে হারিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, প্রাইম ব্যাংক এর হেড অব ব্রাঞ্চ মো. সাঈদ হাসান খান, সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, মো. আলতাফ হোসেন, কাজী কামরুজ্জামান, শেখ রফিকুর রহমান লাল্টু, মো. ইদ্রিস আলী বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. রুহুল আমিন, মো. কবিরুজ্জামান রুবেল, বিসিবি কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপুসহ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, আব্দুর রউফ, মোবাশ্বের হোসেন, মো. সিরাজুল ইসলামসহ পিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৮টি উইকেট হারিয়ে ২২১ রান করে। দলের সৈয়দ নেওয়াজ শরীফ সর্বোচ্চ ৫৬ রান করে। জবাবে পি.এন মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩২.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ৯৪ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সৈয়দ নেওয়াজ শরীফ।